বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ এশা (আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটায়) নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে নামাজে জানাজা হয়।
জানাজায় বিএনপি-আওয়ামী লীগ ও নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাসহ যুক্তরাষ্ট্রে অবস্থিত সর্বস্তরে বাংলাদেশিরা অংশ নেন। জানাজা শেষে মুক্তিযোদ্ধারা গার্ড অব অনার জানিয়েছেন।
নিউইয়র্ক সময় মঙ্গলবার সকালে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্য যাত্রা করবে বলে জানান বিএনপি চেয়ারপাসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল করিব খান।
তিনি জানান, সাদেক হোসেন খোকার মরদেহ বহনকারী বিমানে পরিবারের সদস্যগণ ছাড়াও থাকবেন মহানগর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম।
সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২:৫০ মিনিটে ও বাংলাদেশ সময় সোমবার দুপুর ১:৫০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ক্যান্সার আক্রান্ত খোকা নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
তিনি তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, দুই বারের মন্ত্রী ও ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন।
আজকের বাজার/এমএইচ