নিউইয়র্ক সিটির জ্যামাইকায় দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। স্থানীয় সময় সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত মো. শাহেদ উদ্দিন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিনের ছেলে। আহতদের একজন বাংলাদেশের সিলেটের, অন্যজন অবাঙালি।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন মূখপাত্র জানিয়েছেন, রিচমন্ড হিল এলাকার ১৩০ স্ট্রিট এবং ৯২ এভিনিউতে অবস্থিত একটি নাইট ক্লাবের সামনে ভোররাতে বিবদমান দুই গ্রুপের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে শাহেদ গুলিবিদ্ধ হন বলে পুলিশ উল্লেখ করেছে।
ময়না তদন্ত শেষে মঙ্গলবার শাহেদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। তাকে নিউ জার্সিতে সন্দ্বীপ সোসাইটির কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশ এলাকাবাসীর সহযোগিতা চেয়েছে।
এদিকে, আহতরা জ্যামাইকা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের দুজনেরই পায়ে ও পিঠে গুলি লেগেছে বলে পুলিশ জানিয়েছে।
আজকের বাজার/এমএইচ