যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক রাজ্যের কুইন্সে স্থানীয় এক মসজিদের বাংলাদেশি ইমাম ও মুয়াজিনকে গুলি করে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত অস্কার মোরেলকে (৩৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খবর নিউইয়র্ক টাইমসের।
স্থানীয় সময় বুধবার (০৬ জুন) বিকেলে নিউইয়র্কের কুইন্স অপরাধ আদালতের বিচারক এ রায় দেন।
এর আগে গত ২৩ এপ্রিলে আসামী অস্কার মোরেলকে দোষী সাব্যস্ত করেন আদালত। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর গতকাল এ হত্যা মামলার রায় দেন আদালত।
নিউইয়র্কের বাংলাদেশি মুসলিম কমিউনিটি এ হত্যাকাণ্ডকে অভিবাসীদের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছিলেন। তবে আদলত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, হত্যাকাণ্ডের উদ্দেশ্য স্পষ্ট নয়।
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, আদালতের বিচারক গ্রেগরি লাসাক রায় প্রদানকালে এ হত্যাকাণ্ডকে ঠাণ্ডা মাথায় খুন হিসেবে উল্লেখ করেছেন।
২০১৬ সালের ১৩ আগস্ট নিউইয়র্কের কুইন্সের স্থানীয় আল ফুরকান জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আখঞ্জি (৫৫) ও মুয়াজ্জিন কাজী তারা মিয়া (৬৪) কে প্রকাশ্য দিবালোকে মাথায় গুলি করে হত্যা করেন
অস্কার মোরেল। জোহরের নামাজের পর ওজোন পার্কের আল-ফোরকান মসজিদ থেকে ফেরার পথে ইমাম আলাউদ্দিন আখঞ্জি ও মুয়াজ্জিন কাজী তারা মিয়াকে মাথায় গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
আলাউদ্দিন আখঞ্জি ছিলেন ওই মসজিদের ইমাম। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। আর তারা মিয়ার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে।
আজকের বাজার/ এমএইচ