সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে গতরাতে নিউইয়র্কে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে টাইমস স্কয়ারের কাছে একটি সাবওয়ে স্টেশনে বোমা হামলায় তিনজন আহত হয়েছে।
হামলার পরপরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়,সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতির ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ এবং সোমবার নিউইয়র্কের হামলার ঘটনাসহ বিশ্বের যেকোনো স্থানে যে ধরনের সন্ত্রাসবাদ এবং সহিংস চরমপন্থা অথবা কার্যক্রমের নিন্দা জানায়।
এতে বলা হয়,সন্ত্রাসী তার জাতি অথবা ধর্ম নির্বিশেষে একজন সন্ত্রাসীই এবং অবশ্যই তাকে বিচারের আওতায় আনতে হবে।
সোমবার ব্যস্ততম সময়ে নিউইয়র্ক সাবওয়েতে আইএস চরমপন্থীদের দ্বারা প্ররোচিত আত্মঘাতী বোমা হামলাকারীর হামলার রিপোর্টের পরেই বাংলাদেশ এই প্রাথমিক প্রতিক্রিয়া জানায়।
সন্দেহভাজন হামলাকারী হলেন ২৭ বছর বয়সী বাংলাদেশি নাগরিক আকায়েদ উল্লাহ। শরীরে স্থাপিত বোমায় হাত ও পেট পুড়ে যাওয়া আকায়েদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
আজকের বাজার:এলকে/ ১২ ডিসেম্বর ২০১৭