নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত এক তিব্বতী ব্যক্তির বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষ গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে।
নিউইয়র্কের অভিযোগ, এই পুলিশ কর্মকর্তা নগরীর তিব্বতী সম্প্রদায় সম্পর্কে চীনা সরকারকে তথ্য জানাচ্ছিলেন।
সোমবার প্রকাশিত অভিযোগনামায় বলা হয়, নগরীর কুইন্স সেকশন স্টেশনে কাজ করতেন এই কর্মকর্তা। নিউইয়র্কের চীনা কনস্যুলেটের সদস্যদের নির্দেশে তিনি তথ্য পাচার করতেন।
এ কাজের জন্যে চীনা কর্তৃপক্ষ তাকে হাজার হাজার ডলার দিত।
এই কর্মকর্তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে।
ব্রুকলিন ফেডারেল প্রসিকিউটরের একজন মুখপাত্র জানান, সোমাবর আদালতে তোলার পর তাকে হেফাজতে নেয়া হয়েছে।
এদিকে নিউইয়র্ক পুলিশ বিভাগ বলছে, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময় তিনি কোন বেতন পাবেন না।
চীনে জন্ম নেয়া এই কর্মকর্তা রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাষ্ট্রে আসেন। এ সময়ে তিনি অভিযোগ করেন তিব্বতী বংশোদ্ভূত হওয়ায় চীনা কর্তৃপক্ষ তার ওপর নির্যাতন চালাচ্ছে।
তদন্তে জানা গেছে তার পিতা মাতা উভয়ে চীনা কমিউনিস্ট পার্টির সদস্য।
উল্লেখ্য, তিব্বত ১৯১২ সাল থেকে ১৯৫০ পর্যন্ত স্বায়ত্তশাসন ভোগ করে। কিন্তু ১৯৫১ সালে চীন তিব্বতের নিয়ন্ত্রণ নেয়। তিব্বতের আধ্যাতিœক নেতা দালাইলামা ১৯৫৯ সাল থেকে নির্বাসনে রয়েছেন।