নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও শনিবার বলেছেন, সর্ববৃহৎ এই মার্কিন সিটিতে করোনা ভাইরাসের ব্যাপক বিস্তারের প্রেক্ষাপটে শিক্ষাবর্ষের শেষ নাগাদ সরকারি স্কুলসমূহ বন্ধ থাকবে। সংবাদ সম্মেলনে মেয়র বলেন, এই সিদ্ধান্তের বিষয়ে সহজ করে কিছু বলা যাচ্ছে না। তবে এটি স্পষ্ট যে জীবন রক্ষায় তা সহায়ক হবে। কিন্তু কয়েকঘন্টা পরে গভর্ণর এন্ড্রু কওমো জোর দিয়ে বলেছেন, এ ধরণের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তার। তিনি বলেন, পুরো মেট্রোপলিটন এলাকার সাথে সমন্বয় না করে কেবল নিউই্য়র্ক সিটির জন্যে এ ধরণের সিদ্ধান্ত নেয়া যায় না। কারণ এটি একটি সমন্বিত কাজ। গভর্ণর আরো বলেন, তিনি ব্লাসিও’র অবস্থানটা বুঝতে পেরেছেন। ব্লাসিও চাচ্ছেন জুন পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাক। আমরা এটা করতে পারি। কিন্তু তার জন্যে আমাদেরকে অন্যদের সাথে সমন্বয় করতে হবে। উল্লেখ্য, নিউইয়র্কের মেয়র ও গভর্ণর দীর্ঘদিন ধরেই একে অন্যের প্রতিদন্দ্বী হয়ে কাজ করছেন।
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, নিউইয়র্ক সিটিতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮২০ জনে। এক কোটি ৯০ লাখ জনসংখ্যার নিউইয়র্ক রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৭০ হাজারেরও বেশি। মারা গেছে ৮ হাজার ৬শ’ জনেরও বেশি। ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়ায় গত ১৬ মার্চ নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়। মেয়র বলছেন, তিনি আশা করছেন সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষের শুরুতে স্কুলগুলো স্বাভাবিকভাবে খুলে দেয়া যাবে। এর আগে গভর্ণর কওমো স্কুলগুলো বন্ধের সময়সীমা ২৯ এপ্রিল পর্যন্ত বড়িয়েছিলেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান