নিউজিল্যান্ডের জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু

নিউজিল্যান্ডের মাটিতে হেরেই চলেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাদের হোয়াইট ওয়াশ করে স্বাগতিক কিউইরা । এবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হেরেছে ক্যারিবিয়ানরা । সফরকারী ক্যারিবিয়দের তারা হারিয়েছে পাঁচ উইকেটের ব্যবধানে । এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজল্যান্ড।
কোভাম ওভালে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ২৪ বল হাতে রেখেই ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন ওপেনার এভিন লুইস । ১০০ বলের ইনিংসে তিনি মেরেছেন সাতটি চার আর এক ছক্কা ।
এই ম্যাচে ছিলেন ক্রিস গেইল । কিছুদিন আগে বিপিএলে ছক্কার রেকর্ড গড়ে ফাইনালে সেঞ্চুরি করা গেইল এদিন করেন ৩১ বলে ২২ রান । তিনি মেরেছেন তিনটি চার আর এক ছক্কা ।
এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান আসে রোমান পুয়েলের ব্যাট থেকে। কিউইদের হয়ে চার উইকেট নেন ব্রাসওয়েল । তিন উইকেট নেন টড অ্যাসলে । এছাড়া দুই উইকেট পান লকি ফার্গুসন । কিউইদের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন ওপেনার জর্জ ওয়ার্কার ।
৪৯ রান করেন আরেক ওপেনার কলিন মুনরো । অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৩৮ রান। এছাড়া রস টেইলর ৪৯, টম লাথাম ১৭ এবং হেনরি নিকোলাস ১৭ রান করেন। শেষপর্যন্ত ৫ উইকেটে ৪৬ ওভারে জয় পেয়ে যায় নিউজিল্যান্ড।
বল হাতে ক্যারিবীয়দের হয়ে জেসন হোল্ডার ও অ্যাশলে নার্স ২টি করে উইকেট পান। একটি উইকেট নেন কেসরিক উইলিয়ামস। হোয়ানগারেইতে এ জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজল্যান্ড। আগামী ২৩ ডিসেম্বর ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে উইন্ডিজ।
আজকের বাজার: সালি/ ২০ ডিসেম্বর ২০১৭