নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে যোগদান

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও সদ্য জন্ম দেয়া শিশুর মা জাসিন্ডা আরডার্ন ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি শেষে বৃহস্পতিবার আবারো তার কাজে যোগ দিয়েছেন। কোন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রে তিনি হলেন দ্বিতীয় বিশ্ব নেতা। এর আগে বেনজির ভুট্টো ১৯৯০ সালে পাকিস্তানের দায়িত্ব পালনকালে সন্তানের জন্ম দেন। খবর এএফপি’র।

৩৮ বছর বয়সী এ প্রধানমন্ত্রীর সপ্তাহান্ত পর্যন্ত অকল্যান্ডের বাড়ি থেকেই কাজ করার সুযোগ রয়েছে। আর এ সময়ের মধ্যে তিনি রাজধানী ওয়েলিংটনে চলে যাবেন।

গত সপ্তাহান্তে ফেসবুকে দেয়া এক বার্তায় আরডার্ন বলেন, আমরা অনেক ভাল রয়েছি এবং এখন আমাদের কথা বলার কোন সময় নেই।

তিনি আরও বলেন, তার কন্যা নেভকে দোলনায় বা ঠেলা গাড়িতে বারবার এপাশ-ওপাশ করানোর প্রয়োজন হওয়ায় আমার চলাফেরায় কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে।

আরডার্নের সঙ্গী এবং কন্যার বাবা ক্লার্ক গেফর্ড বাসায় থাকার পরিকল্পনা করছেন। কেননা তিনিই হচ্ছেন তাদের কন্যার প্রধান শ্রশ্রুষাকারী।

উল্লেখ্য, লেবার পার্টির দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাস পর অক্টোবরে তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন। আর এ বছরেই শিশুর জন্ম দেয়ায় আরডার্নের জন্য বছরটি খুবই গুরুত্বপূর্ণ।

আজকের বাজার/একেএ