নিউজিল্যান্ডের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন কেন উইলিয়ামসন ও সুজি বেটস। আর বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটার, রস টেইলর ও সোফি ডিভাইন।
বিশ্বকাপে প্রায় ৮৩ গড়ে ৫৭৮ রান করে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন কেন উইলিয়ামসন। ব্ল্যাক ক্যাপ অধিনায়ককে ৫০ ওভারের সেরা ক্রিকেটারের স্বীকৃতি দিতে, খুব বেশি ভাবতে হয়নি নিউজিল্যান্ড ক্রিকেটকে।
আর ধারাবাহিক পারফরম্যান্সের কারনে বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটারের পুরষ্কার পেয়েছেন সুজি বেটস।
নিউজিল্যান্ড ক্রিকেটের বার্ষিক পুরষ্কারে, সেরা টি টোয়েন্টি ক্রিকেটারের খেতাব রস টেলরের। শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিলেন টেলর। ২০ ওভারের ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা ৫ হাফ সেঞ্চুরি করা সোফি ডিভাইন, বর্ষসেরা নারী টি টোয়েন্টি ক্রিকেটার।