মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।
দীর্ঘদিন পর বাংলাদেশ একাদশে ফিরেছেন দুই অভিজ্ঞ তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও নুরুল হাসান। ইনজুরির কারনে গত জুলাইয়ের পর দেশের হয়ে কোন ম্যাচ খেলেনি তামিম। চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর দল থেকে বাদ পড়েন মাহমুদুল্লাহ। ২০২১ সালের মার্চে সর্বশেষ ওয়ানডে খেলেন সৌম্য। গেল বছরের জুলাইয়ে সর্বশেষ ৫০ ওভারের ক্রিকেটে খেলেছেন নুরুল।
বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা।
সব মিলিয়ে এ পর্যন্ত ৩৮টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশ জিতেছে ১০টিতে এবং হেরেছে ২৮টিতে।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মাহেদি হাসান, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : লুকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, উইল ইয়ং, চাদ বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোঞ্চি, ইশ সোধি, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্ট। (বাসস)