নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৯

নিউজিল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।

সোমবার অকল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।

৯ ডিসেম্বর অগ্নুৎপাত ঘটার সময় ওই দ্বীপে ৪৭ ব্যক্তি উপস্থিত ছিল। তাদের অধিকাংশই অস্ট্রেলিয়ার পর্যটক।

তাদের ২৫ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়। তাদের অনেকের অবস্থাই গুরুতর।

এদিকে দুই পর্যটক এখনো সেই দ্বীপে নিখোঁজ রয়েছে যাদের কোনো সন্ধান পায়নি উদ্ধারকারীরা। ধারনা করা হচ্ছে এরইমধ্যে তাদের মৃত্যু হয়েছে।

আজকের বাজার/এমএইচ