নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন আগামী সেপ্টেম্বরে সাধারণ নির্বাচনের আহ্বান জানিয়েছেন। এই নির্বাচনের লক্ষ্য বিদেশে ব্যাপক জনপ্রিয় এই নেত্রীর দেশের জনগণের কাছে কেমন জনপ্রিয় তা যাচাই করে দেখা। মধ্য-বামপন্থী এ নেতা মঙ্গলবার ঘোষণা দেন যে আগামী ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের সর্বশেষ সম্ভাব্য তারিখের দুই মাস আগে তিনি এ নির্বাচনের ঘোষণা দিলেন। তখন তিনি তিন বছরের জন্য দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার চেষ্টা চালাবেন।
আর্ডার্ন বলেন,‘আমি নিউজিল্যান্ডের দীর্ঘমেয়াদি বিভিন্ন চ্যালেঞ্জ বিষয়ে আমার নেতৃত্ব এবং সরকারের চলতি গতিপথ, শক্তিশালী অর্থনীতি ও অগ্রগতির ব্যাপারে সমর্থন অব্যাহত রাখতে দেশের নাগরিকদের আহ্বান জানাচ্ছি।’ ৩৯ বছর বয়সী এ নেতা তার প্রথম মেয়াদে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা অত্যন্ত দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করায় তিনি বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান