নিউজিল্যান্ডে গত ছয় মাসে শনিবার করোনা ভাইরাসে প্রথম একজন মারা গেছে। তা সত্ত্বেও দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, তীব্র সংক্রামক করোনার ডেল্টা ধরণের সংক্রমণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার রাতে অকল্যান্ড হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯০ বছরের এক নারী মারা গেছে। তিনি ভেন্টিলেটর কিংবা নিবিড় পরিচর্যা সহায়তা নিতে পারেননি।
নিউজিল্যান্ডে করোনায় মারা যাওয়া তিনি ২৭ তম এবং চলতি বছর ১৬ ফেব্রুয়ারির পর প্রথম ব্যক্তি। তিনি বাসাতেই করোনা পজিটিভ ব্যক্তির সস্পর্শে এসেছিলেন।
নিউজিল্যান্ডে গত ছয় মাস আগে স্থানীয়ভাবে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ পর্যায়ের লকডাউন দিয়ে তা নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালানো হচ্ছে। গত ছয় মাসে এ পর্যন্ত ৭৮২ করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার নতুন করে আরো ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত সপ্তাহান্তে এ সংখ্যা ছিল ৮৪। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান