স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ড। তবে ওয়ানডে সিরিজ খেললেও ব্যক্তিগত কারণে টি-২০ সিরিজে খেলবেন না এসে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় ডানেডিন থেকে আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না তিনি। কারণটা সম্পূর্ণ ব্যক্তিগত।
বাংলাদেশ থেকে সফরে আসার আগেই নির্বাচক এবং কোচের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। সিদ্ধান্তের বিষয়টা টিম ম্যানেজমেন্টকে আগেই জানিয়ে রেখেছেন। আজ শুধু মিডিয়ার সামনে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। এমনটাও জানান তিনি।
তামিম বলেন, আমি টি-২০ সিরিজে থাকব না। নিউজিল্যান্ডে আসার আগেই কোচ ও নির্বাচকদের বলেছি এটা। ব্যক্তিগত কারণে টি-২০ সিরিজটি খেলতে পারব না। দলের জন্য শুভকামনা থাকবে। ওয়ানডে অধিনায়ক হিসেবে আশা করব টি-২০ দল ভালো করবে। সূত্র-ডেইলি-বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান