নিউজিল্যান্ডে রোববার নতুন করে ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। নতুন এ সংখ্যা নিয়ে দেশটিতে মোট কোভিড -১৯ রোগী হয়েছে ১ হাজার ২৭১ জন। নতুন ১৩ রোগীর ১২ জনই অকল্যান্ডের এবং বাকী একজন আইসোলেশন কেন্দ্রের।
আইসোলেশন কেন্দ্রের রোগী একটি শিশু। সে গত ৩ আগস্ট আফগানিস্তান থেকে দুবাই হয়ে নিউজিল্যান্ডে ফিরে আসে।
স্বাস্থ্যমন্ত্রী ক্রিস হিপকিন্স জনগণের প্রতি উপসর্গ দেখা দেয়ার পরই কেবল পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন শুক্রবার অকল্যান্ডের জন্যে এলার্ট লেভেল থ্রি ঘোষণা করেছেন। দেশের বাকী অংশের জন্যে এলার্ট লেভেল টু ঘোষণা করেছেন। এ ঘোষণা আগামী ১২দিন অর্থাৎ ২৬ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে।
গত মার্চ মাসে দেশটিতে এলার্ট লেভেল ফোর বলবৎ ছিল।