নিউজিল্যান্ডের রোটোরায় এক বাস দুর্ঘটনায় ৬ চীনা পর্যটক নিহত হয়েছে। চীনের সিচুয়ান প্রদেশ থেকে আসা একটি পর্যটক দল বাস দুর্ঘটনার সম্মুখীন হয়।
বুধবার নিউজিল্যান্ডে অবস্থিত চীনা দূতাবাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া।
চীনা দূতাবাসের পক্ষ থেকে এই ঘটনায় জরুরি প্রতিক্রিয়া প্রক্রিয়া চালু করেছে। দূতাবাসের ওয়ার্কিং গ্রুপের নেতৃত্বদানকারী নিউজিল্যান্ডে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত উও শি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।
উও শি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং আহত চীনা পর্যটকদের সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
চীনা দূতাবাস নিউজিল্যান্ড সরকারকে আহতদের উদ্ধার করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনার কারণটি যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত এবং চীনাদের জরুরি প্রতিক্রিয়ামূলক কাজ করতে সহায়তা করার আহ্বান জানিয়েছে।
নিউজিল্যান্ড পুলিশ নিশ্চিত করেছে, দুর্ঘটনার সময় ২০ জনেরও বেশি লোক বাসে ছিল।
পুলিশ জানিয়েছে, এই যাত্রীদের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের সবাইকে ওয়াইকাটো এবং রোটারুয়াতে চিকিৎসা দেয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
আজকের বাজার/এমএইচ