নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ব্যাপক বন্যার কারণে বুধবার বাধ্য হয়ে হাজার হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। এদিকে প্রাকৃতিকভাবে অত্যন্ত সুন্দর স্থান প্রত্যন্ত মিলফোর্ড সাউন্ডে আটকা পড়া কয়েকশ’পর্যটককে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। টানা ৬০ ঘণ্টায় এক হাজার মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ায় ব্যাপক বন্যা দেখা দেয়ার পর সাউথল্যান্ড অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এদিকে বন্যার কারণে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ধসে গেছে এবং অনেক নদীর বাঁধ ভেঙ্গে গেছে।
মটাউড়া নদীর পানি অনেক বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ বুধবার গোর ও মটাউড়ার নিচু এলাকার লোকজনকে দ্রুত সরিয়ে নিতে বলেছে। উইনধামে এ পরিস্থিতির আরো অবনতি হওয়ার সম্ভাবনা থাকায় সেখানের লোকজনকে অন্যত্র চলে যেতে প্রস্তুত থাকতে সতর্ক করে দেয়া হয়েছে। জরুরি ব্যবস্থাপনা সংস্থার এক নারী মুখপাত্র বলেন,‘আমরা এ অঞ্চলের ছয় হাজার লোককে সরিয়ে নিতে প্রস্তুত থাকার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছি।’ বাসিন্দাদের অন্যত্র চলে যাওয়ার সময় প্রয়োজনীয় ঔষধ, কাপড় ও পরিচয়পত্র সাথে রাখার পরামর্শ দেয়া হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান