যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে একটি এ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ১২জন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এই আগুন লাগে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়। ব্রঙ্কসের মেয়র বিল ডে ব্লাসিও এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অগ্নিকাণ্ডে এক নবজাতকসহ ১২ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন চারজন। সংবাদ সম্মেলনে অগ্নি নির্বাপন বাহিনীর কর্মকর্তা ড্যানিয়েল নিগ্রো বলেন, নিহতদের মধ্যে ১ বছর বয়সি থেকে শুরু করে ৫০ বছর বয়সী ব্যক্তি রয়েছেন। তাঁরা এপার্টমেন্ট ভবনটির বিভিন্ন তলার বাসিন্দা। ব্রঙ্কস চিড়িয়াখানা ও ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির কাছে প্রসপেক্ট এভিনিউতে ওই ভবনটির অবস্থান।
আজকের বাজার:এসএস/২৯ডিসেম্বর ২০১৭