নিউ ইয়র্কে বিস্ফোরণ, বাংলাদেশি আটক

নিউ ইয়র্কের ম্যানহাটনে ব্যস্ততম বাস টার্মিনালে বিস্ফোরণের পর আহত অবস্থায় এক বাংলাদেশি যুবক গ্রেপ্তার হয়েছেন।

দেশটির পুলিশের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্স বলেছে, আকায়েদ উল্লাহ নামে ওই যুবক আত্মঘাতী হামলাকারীদের মতো নিজের দেহে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়েছিলেন বলে দাবি করেছে নিউ ইয়র্ক পুলিশ।

আকিয়াদ আইএস দ্বারা অনুপ্রাণিত হয়ে এই হামলার চেষ্টা চালান বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে খবর এসেছে। তবে পুলিশ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

যুক্তরাষ্ট্র পুলিশের তথ্য অনুযায়ী, ২৭ বছর বয়সী আকায়েদ সাত বছর আগে ওই দেশটিতে পাড়ি জমিয়েছিলেন। প্রথমে ট্যাক্সিক্যাব চালাতেন তিনি; পরে একটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরি নেন।

আকিয়াদের বাড়ি চট্টগ্রামে এবং গত সেপ্টেম্বরে তিনি সর্বশেষ দেশে ফিরেছিলেন।

বাংলাদেশের পুলিশ প্রধান এ কে এম শহীদুল হককে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি বলেছে, বাংলাদেশে আকায়েদর কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য নেই।

ম্যানহাটনের এই হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস হামলাকারীর বিচার চেয়ে বিবৃতি দিয়েছে।

আকায়েদ উল্লাহর এই ছবি দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ আকায়েদ উল্লাহর এই ছবি দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে অফিসযাত্রার সময় পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণটি ঘটে। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরে নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও নিল সংবাদ সম্মেলনে এসে জানান, বিস্ফোরণে আহত সন্দেহভাজন যুবক আকায়েদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে নিউ ইয়র্ক পোস্ট জানায়, ওই যুবক ব্রুকলিনে থাকেন এবং তিনি বাংলাদেশ থেকে সাত বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।

এই বিস্ফোরণে আকায়েদ ছাড়া আর চারজন আহত হন বলে নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে। তবে তাদের কারও অবস্থাই গুরুতর নয়।

হামলাকারী আইএস দ্বারা অনুপ্রাণিত বলে মনে করছেন নিউ ইয়র্ক পুলিশের সাবেক কমিশনার বিল ব্রাটন।

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেমস ও নিলও বলেন, এটি সন্ত্রাসী হামলার মতো ঘটনা।

গ্রেপ্তার ব্যক্তির আইএসের সঙ্গে যোগাযোগ ছিল কি না- জানতে চাইলে তিনি এখনই এই বিষয়ে কিছু বলতে চাননি।

গ্রেপ্তার আকায়েদকে গুরুতর অবস্থায় বেল ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পোর্ট অথরিটি বাস টার্মিনাল যুক্তরাষ্ট্রের ব্যস্ততম টার্মিনাল; সকালে অফিসগামী মানুষের ভিড়ের মধ্যে এই বিস্ফোরণ ঘটে।

টার্মিনাল কর্তৃপক্ষের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, পাতাল রেল স্টেশন থেকে যখন মানুষ প্যাসেজ ধরে উঠে আসছিল, তখন বিস্ফোরণ ঘটে। ধোঁয়ার মধ্যে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।

গণমাধ্যমে আসা আরেকটি ছবিতে দেখা যায়, মুখে দাড়িওয়ালা এক ব্যক্তি পড়ে আছেন, তার পেটে আড়াআড়ি লম্বা ক্ষতচিহ্ন। তার প্যান্ট মোটামুটি অক্ষত থাকলেও ক্ষতচিহ্নের উপরে শার্ট ও গেঞ্জি পুড়ে গেছে।

পুলিশ কর্মকর্তারা পরে জানান, পড়ে থাকা ওই ব্যক্তিই আকায়েদ, যাকে তারা গ্রেপ্তার করেছেন।

আজকের বাজার: আরআর/ ১২ ডিসেম্বর ২০১৭