যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটানে একটি বাস টার্মিনালে বিস্ফোরণের পর একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার সকালে টাইম স্কয়ারের কাছে পোর্ট অথরিটি বাস টার্মিনালে এ বিস্ফোরণ হয়। এ ঘটনায় আটক ওই ব্যক্তি ছাড়া আর কেউ আহত হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পুলিশের তথ্যমতে, এইটথ অ্যাভিনিউ ও ৪২ স্ট্রিটের কাছে বিস্ফোরণটি ঘটে। এর উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বাস টার্মিনালে মাটির নিচের চলাচলের পথে পাইপ বোমা বিস্ফোরিত হয়েছে। এ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ।
খবরে বলা হয়েছে, আটক হওয়া সন্দেহভাজন ওই ব্যক্তি একটি ডিভাইস নিয়ে স্টেশনটিতে গিয়েছিল এবং সেটি আগেভাগেই বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের পরপরই ওই এলাকায় কয়েকটি সাবওয়ে স্টেশন খালি করে ফেলা হয়।
এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ ও ন্যাশনাল গার্ডের কর্মীদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়। বাস টার্মিনাল ও সংলগ্ন সাবওয়ে স্টেশনে অবস্থানরত যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করেন।
এফবিআইয়ের সন্ত্রাসবাদ সম্পর্কিত যৌথ টাস্কফোর্স ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। বিস্ফোরণের এ ঘটনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে নিজের টুইটার পোস্টে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স।
উল্লেখ্য, পোর্ট অথোরিটি বাস টার্মিনাল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টার্মিনাল। টার্মিনালটি থেকে প্রতিদিন নিউইয়র্ক থেকে নিউজার্সি পর্যন্ত বিভিন্ন বাস যাত্রী পরিবহন করে। এ ছাড়া গ্রেহাউন্ড ও পিটারপ্যানের মতো দূরবর্তী স্থানগুলোয় যাত্রী পরিবহনকারী বাসগুলোও এখান থেকেই ছেড়ে যায়। গড়ে প্রতিদিন এই বাস টার্মিনাল দিয়ে আড়াই লাখ যাত্রী যাতায়াত করেন।
সূত্র: বিবিসি, এনবিসি,রয়টার্স, ডেইলি মেইল।
আজকের বাজার: এসএস/ ওএফ /এলকে ১১ ডিসেম্বর ২০১৭