মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ হ্যাম্পশায়ারে খোলা জায়গায় নির্বাচনী সমাবেশ করবেন। তার নির্বাচনী টিম রোববার এ কথা জানিয়েছে।
স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় তার শেষ নির্বাচনী সমাবেশ নিয়ে যথেষ্ট সমালোচনার মধ্যেই তিনি আবারো এই আয়োজন করতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন। ধনকুবের ট্রাম্প দ্বিতীয় দফায় নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে ফিরতে চাচ্ছেন। গত ২০ জুন তিনি তার প্রথম নির্বাচনী সমাবেশ করেন ওকলাহোমায়।
এদিকে নির্বাচনের মাত্র চার মাস বাকী। এ অবস্থায় ট্রাম্প করোনা মহামারি মোকাবেলা এবং বর্ণবাদ বিরোধী আন্দোলনকারীদের ব্যপারে তার অবস্থান নিয়ে বেশ সমালোচিত হচ্ছেন।
নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের জো বাইডেন এ পর্যন্ত সকল জনমত জরিপে এগিয়ে রয়েছেন।