নিকারাগুয়ার বিরোধী দলীয় নেতা ক্রিস্টিনা চামোরোকে বুধবার গৃহবন্দি করা হয়েছে। তিনি আগামী নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার একজন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী। সরকার তাকে অর্থ পাচারে অভিযুক্ত করার পর এ নেতাকে গৃহবন্দি করা হলো। তার পরিবারের পক্ষ থেকে একথা জানানো হয়। খবর এএফপি’র।
এর আগে পুলিশ রাজধানী মানাগুয়ায় চামোরোর বাসায় অভিযান চালায় এবং তার বাড়ির চারদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি জোরদার করে। তার ভাই টুইটারে জানান, পুলিশ চামোরোকে গৃহবন্দি করে রেখেছে, তিনি তার বাসভবনে রয়েছেন।