নিকারাগুয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধোঁয়ায় ঢেকে গেছে অনেক এলাকা

নিকারাগুয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি সান ক্রিস্টোবালের অগ্ন্যুৎপাতের কারণে চিনানদাগা নগরী এবং পার্শ্ববর্তী অনেক এলাকা মঙ্গলবার ধোঁয়ার মেঘে ঢেকে গেছে। দেশটির অধিক সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে এটি অন্যতম। স্থানীয় এক সাংবাদিক এএফপি’কে এ কথা জানিয়েছেন।
নিকারাগুয়ার সাংবাদিক ক্যারোল আলতামিরানো জানান, এ আগ্নেয়গিরি থেকে হঠাৎ করে কালো ধোঁয়ার কুন্ডলি ও ছাই নির্গত হতে থাকে। ওই আগ্নেয়গিরির প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়।
আলতামিরানো বলেন, ‘এতে সবকিছু ধূসর দেখা যায়। ফসলের মাঠ এবং গবাদি পশুর চারণভূমি ছাইয়ে ঢেকে গেছে।’
মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার এক হাজার ৭৪৫ মিটার (৫,৭২৫ ফুট) উচ্চতা বিশিষ্ট সান ক্রিস্টোবাল আগ্নেয়গিরি হচ্ছে দেশটির সক্রিয় সাতটি আগ্নেয়গিরির অন্যতম।
রাজধানী মানাগুয়ার ১৩২ কিলোমিটার উত্তর-পশ্চিম চিনানদাগা অঞ্চলে এটি অবস্থিত।