নিকারাগুয়ার পুলিশ শনিবার দেশটির বিরোধী রাজনীতিবিদ আর্তুরো ক্রুজকে গ্রেফতার করেছে। এক সপ্তাহেরও কম সময়ে দ্বিতীয় সম্ভাব্য বিরোধী প্রেসিডেন্ট প্রার্থীকে গ্রেফতার করা হলো।
প্রসিকিউটররা বলেন, “নিকারাগুয়ার সমাজ ও জনগণের অধিকারের বিরুদ্ধে” কাজ করার অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর ক্রুজকে মানাগুয়া বিমান বন্দরে আটক করা হয়।
নভেম্বরের নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার সম্ভাব্য চ্যালেঞ্জার ক্রিস্টিয়ানা চামোরোকে গৃহবন্দী কওে রাখার তিন দিন পরে ক্রুজকে গ্রেফতার করা হলো।
ক্রুজ (৬৭) দুই মাস আগে কনজারভেটিভ সিটিজেন এলায়েন্স ফর ফ্রিডম’র হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থী হওয়ার ঘোষণা দেন।