নিকারাগুয়ায় সহিংসতায় নিহত ৫

Students clash with riot police agents close to Nicaragua's Technical College during protests against government's reforms in the Institute of Social Security (INSS) in Managua on April 21, 2018. Violent protests against a proposed change to Nicaragua's pension system have left at least 10 people dead over two days, the government said Friday. In the biggest protests in President Daniel Ortega's 11 years in office in this poor Central American country, people are angry over the plan because workers and employers would have to chip in more toward the retirement system. / AFP PHOTO / INTI OCON

নিকারাগুয়ায় বুধবার সরকার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছে। গত মাস থেকে শুরু হওয়া সংঘর্ষ ও সহিংসতার এটি সর্বশেষ ঘটনা। পুলিশ ও বিরোধী দলের সমর্থকরা একথা জানান।

সহিংসতায় ২০ জনেরও বেশি লোক আহত এবং বিরোধী দলীয় সংবাদপত্রের দুটি আউটলেটে হামলা চালানো হয়েছে। খবর এএফপি’র।

পুলিশের উপপরিচালক ফ্রান্সিসকো দিয়াজ বলেন, রাজধানী মানাগুয়ায় সরকারের সমর্থনে আয়োজিত জনসভায় যারা অংশ নিয়েছেন তাদের ওপর আগ্নেয়াস্ত্র ও গোলা হামলা চালানো হয়। এতে ৫ পুলিশসহ ১২ জন আহত হয়েছে। তিনি আরো বলেন, ক্ষমতাসীন সান্দিনিসতা পার্টির যুব শাখার আহত ১২ সদস্যের মধ্যে দুই জন পরে মারা যায়।

নিকারাগুয়ান হিউম্যান রাইটস সেন্টার জানিয়েছে, উত্তরাঞ্চলীয় এস্টেলি এলাকায় সংঘর্ষে দুই জন নিহত ও ১২ জন আহত হয়েছে।

সরকার সমর্থকরা মানাগুয়ার একটি সমাবেশে হামলা চালালে একজন নিহত হয়। সহিংসতায় সন্তানহারা মায়েদের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়।

আজকের বাজার/ এমএইচ