বিয়ে ঠিক হওয়ার পর হবু বরের প্রথম জন্মদিন বলে কথা। প্রিয়াংকা চোপড়া যে এ দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে বিশেষভাবে তৎপর হবেন, তাতে কোনও সন্দেহ ছিল না।
তাইতো জন্মদিন পালনের সময় নিক জোনাসকে প্রকাশ্যে চুম্বন করে জন্মদিনের সেরা উপহারটা দিয়ে দিলেন নায়িকা। রবিবার ছিল বলিউড তারকা প্রিয়াংকা চোপড়ার বিদেশি প্রেমিক মার্কিন পপ গায়ক নিক জোনাসের ২৬তম জন্মদিন।
এ উপলক্ষে ক্যালিফর্নিয়ার এঞ্জেল স্টেডিয়ামে হয় বার্থডে সেলিব্রেশন। যেখানে প্রিয়াংকা ছাড়াও নিকের অন্যান্য বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। সেখানেই প্রথমবার সবার সামনে পরস্পর আলিঙ্গন ও চুম্বন করেন নিক-প্রিয়াংকা। এই দৃশ্য দেখে আনন্দে চিৎকার করে উঠে গোটা স্টেডিয়াম।
আজকের বাজার/এমএইচ