নাটোরের বড়াইগ্রাম উপজেলার নিখোঁজের ৩ দিন পর একটি শিশুর মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার তিরাইল গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম সিয়াম (৪)। সে নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকার মিন্টু শেখের ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ডোবায় সিয়ামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করেছে।
এ ব্যপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, সিয়ামের মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।
আজকের বাজার/ এমএইচ