নিখোঁজ জকিগঞ্জ পৌর কাউ‌ন্সিলরকে বস্তাব‌ন্দী অবস্থায় উদ্ধার

নিখোঁজ হওয়ার চারদিনের মাথায় সিলেটের জকিগঞ্জ পৌর কাউ‌ন্সিলর শাহাবু‌দ্দিন শা‌কিলের সন্ধান মিলেছে।

মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ৬টায় ব্রাম্মণবা‌ড়িয়ার সরাইলে হাত-পা বাঁধা ও বস্তাব‌ন্দী অবস্থায় তাকে উদ্ধার করেছে পুলিশ। এরপর অসুস্থ শাকিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার পর থেকে জকিগঞ্জ পৌর কাউ‌ন্সিলর শাহাব উদ্দিন তাপাদার শাকিল নিখোঁজ হন।

এ ঘটনায় তার বড় ভাই আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পরদিন তার নিখোঁজ হওয়ার কথা জানিয়ে জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

ডায়রিতে নজরুল ইসলাম উল্লেখ করেন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শাকিল রাতের খাবার খেয়ে সালিস বৈঠকে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার কাউন্সিলার শাহাব উদ্দিন তাপাদার শাকিলকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের বাজার/এমএইচ