নিখোঁজ সাংবাদিক জামাল খাসোগির ব্যাপারে আলোচনা করতে সৌদিতে পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তুরস্কে সৌদি দূতাবাস থেকে নিখোঁজ সাংবাদিক জামাল খাসোগির ব্যাপারে বাদশাহ সালমানের সাথে জরুরি আলোচনার জন্যে মঙ্গলবার সৌদি আরব এসেছেন।

অপরদিকে মার্কিন গণমাধ্যম বলছে, সাংবাদিক খাসোগি জিজ্ঞাসাবাদের সময় মারা গেছেন এ ধরণের একটি স্বীকারোক্তি দেয়ার কথা বিবেচনা করছে সৌদি কর্তৃপক্ষ।

ট্রাম্প সামনাসামনি সৌদি নেতৃবৃন্দের সাথে খাসোগির নিখোঁজের ব্যাপারে আলোচনার জন্য পাম্পেওকে রিয়াদ সফরের জন্য নির্দেশ প্রদান করেন।

এদিকে তুরস্কের পুলিশ সোমবার প্রথমবারের মতো খাসোগির নিখোঁজের বিষয়ে তদন্ত কাজের অংশ হিসাবে ইস্তাম্বুলে সৌদি দূতাবাস পরিদর্শন করেছে।

তুরস্ক পুলিশ মনে করে খাসোগিকে হত্যা করা হয়েছে। যদিও সৌদি আরব ক্রমাগতভাবে তা অস্বীকার করে যাচ্ছে। তথ্য-বাসস।

আজকের বাজার/এমএইচ