ঢাকা থেকে গত শনিবার নিখোঁজ হওয়া মোহনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মুশফিকুর রহমানকে মঙ্গলবার সুনামগঞ্জে চোখবাঁধা অবস্থায় পাওয়া গেছে।
টেলিভিশন চ্যানেলটির নিউজ এডিটর আব্দুর রউফ জানান, ভোর ৪টার দিকে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের স্থানীয় মসজিদের ইমাম তাকে দেখতে পান।
পরবর্তীতে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে বলেও জানান তিনি।
মুশফিকুরের বরাত দিয়ে রউফ বলেন, অপহরণকারীরা তাকে নির্যাতন করেছে এবং অপহরণের পর থেকে প্রায় না খেয়েই রেখেছে। আর আজ একটি মসজিদের কাছে চোখবাঁধা অবস্থায় রেখে যায়।
প্রসঙ্গত, গুলশান ১ এলাকায় এক আত্মীয়ের সাথে দেখা করে বাসায় ফেরার পথে শনিবার সন্ধ্যায় নিখোঁজ হন মুশফিকুর। পরে গুলশান থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়।
এর আগে মৃত্যুর হুমকি পাওয়ার একদিন পর গত ২২ জুলাই পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন মুশফিকুর।
পরে সাংবাদিকদের প্রতিবাদের মুখে গত ৪ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমি (গুলশান বিভাগের) জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সঙ্গে কথা বলছি এবং তাকে অবিলম্বে নিখোঁজ সাংবাদিককে খুঁজে বের করার নির্দেশ দিয়েছি।’
আজকের বাজার/লুৎফর রহমান