শেরপুর সদরের পাকুরিয়া ইউনিয়নে অবস্থিত নিজাম উদ্দিন আহম্দম মডেল কলেজে ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস পালন করা হয়। কলেজে সকাল ১১ টায় ৭ই মার্চ উপলক্ষে একটি আলোচনা সভা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রামাণ্যচিত্রটি প্রদর্শনপূর্বক এর গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ সাইদুল ইসলাম সাঈদ আরও বক্তব্য প্রদান করেন প্রভাষক রীতেশ কর্মকার, প্রভাষক সবুজ মিয়া, প্রভাষক মোস্তাক আহমেদ, প্রভাষক রাশেদুজ্জামান। অনুষ্ঠানে ৭ই মার্চ স্বাধীনতার ঘোষণাপত্র এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে বক্তারা বক্তব্য প্রদান করেন পরবর্তীতে প্রামাণ্যচিত্র প্রদর্শন করে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মুক্তারুজ্জামান মুক্তা।
রীতেশ কর্মকার, শেরপুর