নিজেকে আরও সুন্দর ও আর্কষনীয় করতে ব্যবহার করুন ৭ ধরনের তেল

রুপচর্চা এখন প্রতিদিনকার একটি রুটিন। নিজেকে আরো সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে অনেকেই অনেক ধরনের প্রসাধনী ব্যাবহার করেন। শুধু রুপচর্চার জন্য নয়, সুস্বাস্থ্যের জন্যও সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। ৭ ধরনের তেল ব্যবহারের মাধ্যমে নিজেকে করতে পারেন আরো সুন্দর ও আর্কষনীয়। যা নিয়মিত ব্যাবহার করলে ভালো থাকবে ত্বক। আপনি হয়ে ওঠবেন আরো আর্কষনীয়। চলুন দেখা যাক কি করে তা সম্ভব?

১. আমন্ড অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল রয়েছে। যা আপনার নখ এবং কিউটিকলের আর্দ্রতা বজায় রাখে। একই সঙ্গে নখের হলুদ ছোপও দূর করে।

২. তিল তেল দাঁতের মাড়ির সমস্যা মেটাতে সাহায্য করে। মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি আলদা হয়ে যাওয়া রোধ করে।

৩. হিবিসকাস অয়েল চুল পড়ার সমস্যা দূর করে। একই সঙ্গে চুল দ্রুত বেড়ে ওঠে।

৪. ক্যাস্টর অয়েল ভ্রু এবং চোখের পাতায় লাগালে ভাল ফল পাওয়া যায়। চোখের পাতা এবং ভ্রু ঘন হয়।

৫. তিসির তেল শরীর ডিটক্স করে মেটাবলিজমের হার ঠিকঠাক রাখে। সেই কারণে তিসির তেল ব্যবহার করে শরীরের মাপ আয়ত্তে রাখা যায়।

৬. টি ট্রি অয়েল বা চা গাছের তেল ব্রণর সমস্যা দূর করে।

৭. শীত কালের সব থেকে বড় সমস্যা হল পা ফাটা। সেই সমস্যা থেকে রেহাই পেতে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে। এতে দারুণ ফল পাওয়া যায়।

সূত্রঃ আনন্দবাজার

আজকের বাজার: এলকে/ ২২ ডিসেম্বর ২০১৭