নিজেকে ব্যাটিং অল-রাউন্ডারই ভাবেন মাহমুদউল্লাহ

ক্যারিয়ারের শুরুটা বোলিং অল-রাউন্ডার হিসেবে শুরু করলেও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর পুরোদমে ব্যাটসম্যান বনে যান মাহমুদউল্লাহ। জাতীয় দলে বল হাতে মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে অনেকটাই পূর্ণিমা রাতের চাঁদ দেখার মতো। তবে নিজেকে একজন অল-রাউন্ডার হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করনে মাহমুদউল্লাহ।
“ব্যাটিং অল-রাউন্ডার? ক্যারিয়ারের শুরু থেকেই আমি নিজেকে ব্যাটিং অল-রাউন্ডার হিসেবেই খেলে এসেছি। এমনকি এখনো নিজেকে ব্যাটিং অল-রাউন্ডারই ভাবি। জাতীয় দলে যদি বল হাতে হাত ঘোরানোর সুযোগ পাই তাহলে অবশ্যই চেস্টা থাকবে নিজের শতভাগ দিতে।”
মূলত ২০১৫ সালে ব্যাটিংয়ে আমূল পরির্বতনের পর বল হাতে মাহমুদউল্লাহকে কমই দেখা গিয়েছে জাতীয় দলে। ব্যাটিংয়ে আরেকটু বেশি মনোযোগ দিতে বল করেন না শুনা গেলেও সেটিকে উড়িয়ে দিলেন রিয়াদ।
বাংলাদশের প্রিমিয়ার লিগ (বিপিএল) এর গত আসরে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে দলের হয়ে কার্যকরী ভূমিকা পালন করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বেশ কয়েকটি ম্যাচে নিজের দল খুলনা টাইটান্সকে বল হাতে নেতৃত্ব দিয়ে জয় উপহার দিয়েছেন দলকে। তবে জাতীয় দলে কেন রিয়াদকে বল হাতে দেখা যায় না, সেটি যেন কেবলই এক প্রকার রহস্য।

সুত্র:বিডিক্রিকটাইম
আজকের বাজার:সালি/৭ আগস্ট ২০১৭