বিশ্বের বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’ নিজেদের নতুন লোগো উন্মোচন করেছে।
আগে ফেসকবুকের লোগোতে প্রথম অক্ষর ব্যতীত বাকিগুলো ছিল স্মল লেটারে (Facebook)। তবে নতুন লোগোতে সবগুলো অক্ষরই দেখা যাবে ক্যাপিটাল লেটারে (FACEBOOK)। এছাড়া লোগোর রঙ-ও পরিবর্তন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। পরিবার, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগের জন্য, বিশেষ করে যারা দেশের বাইরে অবস্থান করেন, তাদের জন্য ফেসবুকে যোগাযোগের বিকল্প নেই।
শুধু ফেসবুকেই নয়, এর আওতাধীন অন্যান্য অ্যাপগুলোতেও এই নতুন লোগোই দেখা যাবে। এগুলো হলো- ম্যাসেঞ্জার, ইন্সটাগ্রাম ও হোয়াটস অ্যাপ।
তবে ব্যবহারকারীরা কবে নাগাদ অ্যাপসহ অন্যান্য মাধ্যমে নতুন লোগো দেখতে পাবে, এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি।