যুক্তরাষ্ট্র নৌবাহিনী তাদের ‘ট্যাকটিক্যাল এয়ারক্রাফট পাইলট’ বা কৌশলগত যুদ্ধবিমানের পাইলট হিসেবে প্রথমাবারের মতো ম্যাডেলিন সুইগেল নামে এক কৃষ্ণাঙ্গ নারীকে স্বাগত জানিয়েছে।
এক টুইট বার্তায় এ সিদ্ধান্তকে ঐতিহাসিক বলেও আখ্যা দিয়েছে মার্কিন নৌবাহিনী।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেভাল এয়ার ট্রেনিং কমান্ড থেকে উড্ডয়নের সকল কোর্স সম্পন্ন করেছেন ম্যাডেলিন। চলতি মাসের শেষ দিকে তিনি ‘উইংস অব গোল্ড’ নামক ফ্লাইট অফিসারের খেতাব গ্রহণ করবেন।
ম্যাডেলিন সুইগেল ভার্জিনিয়ার বাসিন্দা এবং তিনি ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
সুইগেলকে টেক্সাসের কিংসভিলের রেডহকস অব ট্রেনিং স্কোয়াড্রন ২১- এ নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।