ঘরের মাঠে শ্রীলংকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতল পাকিস্তান৷ শ্রীলংকাকে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ৫ উইকেটে পরাজিত করে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান দল৷
বৃষ্টির জন্য প্রথম ওয়ান ডে ম্যাচ পরিত্যক্ত হয়৷ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৬৭ রানে জয় তুলে নেয় পাকিস্তান৷ এবার তৃতীয় ম্যাচে জয়ের সুবাতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-০ ব্যবধানে পকেটে পোরেন সরফরাজরা৷
কাল করাচিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৯৭ রান তুলেছিল শ্রীলংকা। ১৩৩ রানের ইনিংস খেলেন লংকান ওপেনার দানুষ্কা গুনাতিলকা। তাড়া করতে নেমে পাকিস্তানকে ওপেনিং জুটিতেই জয়ের ভিত গড়ে দেন ফখর জামান (৯১ বলে ৭৬) ও আবিদ আলী। বিশেষ করে আবিদের ৬৭ বলে ৭৪ রানের ইনিংসটি জয়ে বড় ভূমিকা রাখে। শেষ দিকে ৫৬ রানের ইনিংস খেলেন হারিস সোহেল। ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।
ওয়ানডে সিরিজ হারের পর এখন টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলংকা। পরশু লাহোরে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে সফরকারি দল।
আজকের বাজার/লুৎফর রহমান