‘নিজের আইনজীবীদের ভুলে খালেদা কারাগারে’

ফাইল ছবি

নিজের দলের আইনজীবীদের ভুলের কারণেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে গেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার দুপুরে জাতীয় বিচার সমন্বয় কমিটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তবে বিএনপির আইনজীবীদের কী ভুল সে সম্পর্কে কিছু না বললেও মামলা শুনানীতে বিলম্ব হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে মামলার তুলনায় বিচারকের সংখ্যা কম। ৩৩ লাখ মামলার জট আছে, বিচারসংক্রান্ত সকল প্রতিষ্ঠানের সমন্বয় নেই বলেই এটি হয়েছে।

মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ নিজস্ব আইন-কানুন ও গতিতে চলে। এখানে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।’

আইনমন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন কার্যকরভাবে কাজ করলে মামলাজট কমবে। কমিটি হবে বিচারসংক্রান্ত সমস্যা সমাধানে ওয়ানস্টপ সার্ভিস।

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘নিম্ন আদালতের নথিপত্র (এলসিআর) দেখার ক্ষমতা আদালতের আছে। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। তাছাড়া বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগের নির্দিষ্ট আইনের মাধ্যমেই খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া অন্যান্য মামলাগুলোও পরিচালিত হবে।’

ঔপনিবেশিক কারাবিধি দিয়ে বন্দিদের অধিকার নিশ্চিত করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ১২৪ বছর আগের কারাবিধি এখনো বহাল আছে। এটা সংশোধনের প্রয়োজন। চলতি বছরেই কারাবিধি সংশোধন হবে বলেও জানান আইনমন্ত্রী।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় বিচারিক আদালত।

আজকের বাজার : এমআর/আরএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮