নিজের পোশাক দান করবেন আলিয়া ভাট!

হঠাৎ কেন এমন ইচ্ছে হল বলি তারকা আলিয়া ভাটের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কী জানিয়েছেন অভিনেত্রী!

মাত্র ২৪ ঘণ্টা আগেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেন বলিউডের নতুন প্রজন্মের উজ্জ্বল তারকা আলিয়া ভাট।

পোস্টে অভিনেত্রী একটি স্বেচ্ছাসেবী সংস্থার কথা লিখেছেন যেখানে তিনি তাঁর ‘পার্সোনাল ওয়ারড্রোব’ থেকে বেশ কিছু পোশাক দিয়ে দেবেন। আগামী ১৯ ও ২০ তারিখ, মুম্বইয়ের খার-এর ‘স্টাইল ক্র্যাকার নাইট মার্কেট’-এ সেই সব পোশাক বিক্রি করা হবে। এবং সেই অর্থ দান করা হবে এক বিশেষ কাজে।

বিদ্যুৎহীন অনেক অঞ্চলে প্লাস্টিকের বোতল রিসাইকেল করে সৌর আলোর প্রক্রিয়া চালাচ্ছে ‘আরোহা’ নামে এক সংস্থা। আলিয়া ভাট পোশাক বিক্রির সব টাকাই ব্যয় হবে সেই ‘লাইটার অফ লাইট’ প্রকল্পে। এমন সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পেরে স্বাভাবিকভাবেই খুব খুশি আলিয়া।

কয়েক দিন আগে, এমনই চ্যারিটি অনুষ্ঠানের জন্য ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অনুষ্কা শর্মার একটি লাল কুর্তি ও ‘ক্রিশ’ ছবিতে হৃতিক রোশনের সুপারহিরো জ্যাকেটটিও অকশানে দেওয়া হয় বলে জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে।

‘সল্ট স্কাউট’ নামে এক অকশান ওয়েবসাইটে, এখনও পর্যন্ত সুপারহিরো জ্যাকেটের দাম উঠেছে ৭০,০০০ টাকা। এবং অনুষ্কার কুর্তিটির দাম উঠেছে ১৮,৫০০ টাকা। তবে একেবারে শীর্ষে রয়েছে ‘রুস্তম’ ছবিতে অক্ষয় কুমারের সাদা ইউনিফর্মটি। দাম উঠেছে ২ লাখ ৩৫ হাজার টাকা। এবং এখনও ১০ দিন বাকি রয়েছে অকসান শেষ হওয়ার। সূত্র: এবেলা

আজকের বাজার/ এমএইচ