টেস্ট ক্রিকেটে স্টিভ স্মিথকে সময়ের সেরা ব্যাটসম্যান বলা হলেও টি-টোয়েন্টিতে পরিসংখ্যান বলবে ভিন্ন কথা। অবশ্য পরিসংখ্যান দিয়ে টি-টোয়েন্টির স্মিথকে যাচাই করা সম্ভব নয়। গতকাল (৫ নভেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ একটি ইনিংস খেলে ৭ উইকেটে জিতিয়েছেন দলকে। ম্যাচ শেষে টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে দিয়েছেন ব্যাখ্যা।
টেস্টে ৬৪.৫৬, ওয়ানডেতে ৪১.৪১ গড়ধারী স্মিথের টি-টোয়েন্টি গড় মাত্র ২৭.৪৮! যদিও ক্যারিয়ারের প্রথম দিকে লেগ স্পিনার হিসেবেই আন্তর্জাতিক আঙ্গিনায় পা রেখেছিলে স্মিথ, ব্যাট করতেন লোয়ার মিডল অর্ডারে। আর অমন জায়গায় ব্যাট করে টি-টোয়েন্টিতে ভালো কিছু সম্ভব নয় সেটা ধ্রুব সত্যই। ২০১৫ সালের শেষদিক থেকে স্মিথ টি-টোয়েন্টিতে ব্যাটিং অর্ডারে উঠে আসেন তিন নম্বরে, এসময়ে এখনো পর্যন্ত গড় ৪৮.৫৭।
প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের দেওয়া ১৫১ রানের লক্ষ্য স্মিথের ৫১ বলে ৮০ রানের অপরাজিত ইনিংসে ভর করে অজিরা জেতে ৭ উইকেট ও ৯ বল হাতে রেখে। নিজের টি-টোয়েন্টি পরিসংখ্যান নিয়ে বলতে গিয়ে স্মিথ জানান, ‘আপনি যদি আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি রেকর্ডের দিকে তাকান দেখবেন খুব একটা দুর্দান্ত কিছুনা।’
‘আমার ধারণা আপনাকে মাথায় রাখতে হবে ক্যারিয়ারের শুরুর দিকে আমি ৮, ৯ নম্বরে ব্যাট করতে নামতাম৷ স্লগ ওভারে নেমে হয়তো হাফ ডজন বল পেতাম। এটা কখনোই সহজ ছিলনা। এমন পরিস্থিতি আপনার পরিসংখ্যানে কিছু জায়গায় খুব ক্ষতিগ্রস্থ করবে।’
নিজেত সামর্থ্য নিয়ে সন্দেহ নেই উল্লেখ করে ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন, ‘আমার সামর্থ্য নিয়ে সন্দেহ নেই। আমি খেলাটির ধরণ সম্পর্কে ভালোই জানি। প্রচুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলছি এখন। অন্য অনেকের মত আমি হয়তো খুব শক্তিশালী না কিন্তু প্লেসমেন্ট ও টাইমিংটা আমার মূল শক্তি।’
লক্ষ্য তাড়ায় বিশ্বের যেকজক ব্যাটসম্যানকে সেরাদের তালিকায় রাখা হয় স্মিথ তাদের একজন। প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য তাড়ায় কীভাবে সাবলীলভাবে ব্যাট করতে হয় স্মিথ দিয়েছেন সেই পরামর্শও, ‘আপনি যদি তাড়া করতে নামেন তখন সবার আগে পরিস্থিতি পড়ার ক্ষমতা থাকতে হবে। এছাড়া আপনার কি প্রয়োজন, কীভাbe আক্রমণে যাবেন, কোন বোলারকে টার্গেট করবেন এসব নিয়ে মাথায় একটা গাণিতিক অংক কষে ফেলতে হবে, এরপরই তাড়া করুন।’
আজকের বাজার/আরিফ