মার্কিন পপ তারকা জেনেল মোনে বর্তমানে নতুন অ্যালবাম ‘ডার্টি কম্পিউটার’র প্রচারণার কাজে ব্যস্ত। সম্প্রতি রোলিং স্টোন নামে একটি ম্যাগাজিনে জেনেল সাক্ষাৎকার দিয়েছেন।
তখন তিনি নিজের আত্মপরিচয় তুলে ধরেন। সাক্ষাৎকারে জেনেল তার সেক্স (যৌন) জীবন সম্পর্কে জানাতে যেয়ে বলেন, তিনি প্যানসেক্সুয়াল বা পরিকামী। প্যানসেক্সুয়াল একটি বিকল্প যৌন পরিচয় নির্দেশ করে। যা কিনা, সমকামিতা, বিসমকামিতা, এমনকি উভকামিতার থেকেও আলাদা।
প্যানসেক্সুয়াল ব্যক্তিরা ছেলে মেয়ে এমনকি তৃতীয় লিঙ্গের যে কাউকেই যৌন সম্পর্কের জন্য বেছে নেয়।
২০১৫ সালে ব্রিটিশ এক সংবাদমাধ্যমকে আরেক মার্কিন পপ তারকা মাইলি সাইরাস বলেছিলেন তিনি প্যানসেক্সুয়াল।
মাইলিই প্রথম কোনো ব্যক্তি যে সচেতনভাবে বলেছিলেন, ‘উভকামী নই, আমি পরিকামী।’ মাইলি জানিয়েছিলেন, তিনি পুরুষসঙ্গ, না নারীসঙ্গ, নাকি উভয়ই ভালোবাসেন তিনি নিজেই অনিশ্চিত।
মাইলির মতো জেনেলও এবার জানালেন, তিনি কে, তা জানতে তিনি নিজেই উৎসুক। তিনি বলেন, ‘‘পরিকামিতা’ আমায় সেই জানায় সাহায্য করবে।’
আজকের বাজার/আরআইএস