নিজের সুন্দর মুখটা যেন দাগ থেকে মুুক্তি পাক

সবাই চায় নিজের সুন্দর মুখটা যেন দাগ থেকে মুুক্তি পাক। তাই সুন্দর মুখের দূরে করতে রয়েছে প্রচলিত ও প্রতিষ্ঠিত এই পদ্ধতি।

একটা লেবু কেটে ত্বকে ঘষুন। চাইলে পানিতে লেবুর রস মিশিয়ে ত্বক পরিষ্কার ও এক্সফলিয়েট করতে ব্যবহার করতে পারেন। লেবুর অ্যাসিড ব্রণ শুকাতে ও দাগ কমাতে সাহায্য করে।

পরিষ্কারক বা ক্লিনজারে কয়েক ফোঁটা টি ট্রি তেল মেশান। এটা ব্রণ কমাতে সাহায্য করে। তাছাড়া এই তেল হোয়াইট এবং ব্ল্যাক হেডস ওঠার সমস্যা থেকেও মুক্তি দেয়।

ব্যাকটেরিয়ারোধী উপাদান ব্রণ কমাতে পারে। তিন টেবিল-চামচ মধুতে এক টেবিল-চামচ দারুচিনি মিশিয়ে ফেইস মাস্ক তৈরি করুন।

মাস্কটি মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

বলা হয়ে থাকে গ্রিন টি’তে আছে প্রদাহরোধী উপাদান। দুই টেবিল-চামচ গ্রিন টি’র পাতা এক কাপ পানিতে ১০ মিনিট ধরে ভিজিয়ে রাখুন।

একটি তুলার বল এই পানিতে ডুবিয়ে সরাসরি ত্বকে লাগান। দশ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

লোমকূপ টান টান করতে ডিম ভালো কাজ করে। মধুর সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে লাগান। প্যাকটা ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

অ্যাপল সাইডার ভিনিগার: এর ব্যাক্টেরিয়ারোধী উপাদান ব্যাকটেরিয়া থেকে হওয়া ব্রণ দূর করতে সাহায্য করে। এক ভাগ অ্যাপল সাইডার ভিনিগারের সঙ্গে দুই ভাগ বিশুদ্ধ পানি মিশিয়ে ব্রণ আক্রান্ত ত্বকে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন ।

প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক যা ব্রণ দূর করতে সাহায্য করে। আক্রান্ত স্থানে মধু লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

সংক্রমণ ও লালচেভাব দূর করতে বরফ খুব ভালো কাজ করে। ব্রণ আক্রান্ত স্থানে বরফ ঘষুন ভালো ফলাফল পাবেন।

আজকের বাজার/আরআইএস