বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকার নিজ বাসা থেকে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ আগস্ট) রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাকে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বিষয়টি নিশ্চিত করেছেন। হোমিওপ্যাথিক ওই চিকিৎসকের নাম ডা. মো. মঞ্জুর মোর্শেদ। তিনি নগরীর ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোর্শেদ প্রিন্সের বাবা।
পারিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, মঞ্জুর মোর্শেদ বুধবার রাতে বাসায় একা ছিলেন। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা তার ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো উত্তর না পেয়ে প্রতিবেশীরা খোঁজ করতে থাকে। পরে তার ঘরের পেছনের দিকের গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। এরপর তারা পুলিশে খবর দেন। পরে নগরীর বিমান বন্দর থানা পুলিশ ঘরে ঢুকে মঞ্জুর মোর্শেদকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত উদ্ধার করে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান