সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মে মেয়াদে (প্রথম ১১ মাসে) নিট বিদেশি বিনিয়োগ (এফডিআই) হয়েছে ১৬২ কোটি মার্কিন ডলার বা প্রায় ১৩ হাজার ১৯৬ কোটি টাকা। যা এর আগের ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের নিট বিদেশি বিনিয়োগের তুলনায় ২৭ দশমিক ৫৬ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের বিদেশি নিয়োগ বিষয়ক সর্বশেষ পরিসংখ্যান প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে, গত ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগ হয়েছিল ১২৭ কোটি মার্কিন ডলার বা ১০ হাজার ৩৩৭ কোটি টাকা।
এতে আরও জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মে মেয়াদে বাংলাদেশে সামগ্রিক বিদেশি বিনিয়োগ হয়েছে ২৬৫ কোটি মার্কিন ডলার বা প্রায় ২১ হাজার ৫৮১ কোটি টাকা। এর আগের ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ে বাংলাদেশে সামগ্রিক বিদেশি বিনিয়োগ হয়েছিল ২৩৩ কোটি মার্কিন ডলার বা প্রায় ১৮ হাজার ৯৭৫ কোটি টাকা।
প্রসঙ্গত, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের একটা বড় অংশ দেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলগুলোতেই (ইপিজেড) করা হয়। বাংলাদেশে এখন মোট ৮টি ইপিজেড রয়েছে ইপিজেডের কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই বিদেশি। জানা যায়, ইপিজেডের কোম্পানিগুলোর মধ্যে ৫৮ শতাংশ বিদেশি মালিকানায়, ২৮ শতাংশ যৌথ মালিকানার আর বাকি ১৪ শতাংশ স্থানীয় ব্যবসায়ীদের বিনিয়োগ রয়েছে।
২০১৫-১৬ অর্থবছরে মোট ২০০ কোটি ১০ লাখ ডলারের এফডিআই এসেছিল; যা এর আগের ২০১৪-১৫ অর্থবছরের চেয়ে ৯ দশমিক ৩৪ শতাংশ বেশি। ২০১৪-১৫ অর্থবছরে ১৮৩ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ হয়েছিল।
বিভিন্ন খাতে মোট যে এফডিআই আসে তা থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান মুনাফার অর্থ নিয়ে যাওয়ার পর অবশিষ্ট অর্থকে নিট এফডিআই বলা হয়।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১২ জুলাই ২০১৭