আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে। টিসিবিতে শক্তিশালী করা হচ্ছে। ন্যায্যমূল্যে নিত্যপণ্য কেনার সুযোগ রাখা হয়েছে। মাহবুবউল আলম হানিফ নিজ বাসভবনে আজ বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
তিনি বলেন- অসাধু মজুদদার ব্যবসায়ীরা ঈদের সামনে অধিক মুনাফা করছে। কঠোর মনিটরিং করছে সরকার। হানিফ বলেন- টিসিবিতে ৫০ লাখের বেশি মানুষ এ সুবিধা পাচ্ছেন। এর আওতা বাড়িয়ে আরো ১ কোটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান