ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের নিন্মমুখি প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৪০৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি ৪৮ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৪৫৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৮৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৫৪ পয়েন্টে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৫ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩৯৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।
আরএম/