নিন্মমুখি প্রবণতায় লেননদেন শেষ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিন্মমুখি প্রবণতায় লেননদেন শেষ হয়েছে। একই স্গে কমেছে লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিন্মমুখি প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ৬২৭ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ডিএসইতে। যা আগের দিনের চেয়ে ১৫৬ কোটি ৮৬ লাখ টাকা কম। সোমবার ডিএসইতে ৭৮৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৯ পয়েন্ট কমে ৫ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে  অবস্থান করছে এক হাজার ৮৯৪ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৫ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৫২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর।

আরএম/