সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিন্মমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ রোববার বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে ২৪২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সিএসইতে ১২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৪ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ১৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।
আজকের বাজার:এলকে/এলকে/৩০এপ্রিল,২০১৭