নির্বাচন কমিশনে নিবন্ধনের নির্ধারিত সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল ‘গণদল’। রোববার ৩১ ডিসেম্বর দলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরীর নের্তৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল কমিশন সচিবের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত এক আবেদনে এ দাবি জানান।
গণদলের মহাসচিব আবু সৈয়দ জানিয়েছেন, চেয়ারম্যান ও তার সাক্ষরিত আবেদনটি নির্বাচন কমিশন সচিবের কাছে হস্তান্তর করা হয়। এতে নিবন্ধনের জন্য ১২০ দিনের বর্ধিত সময় চাওয়া হয়েছে। উল্লেখ কমিশন ঘোষিত নিবন্ধনের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর রোববার পযর্ন্ত।
এ সময় উপস্থিত ছিলেন গণদলের যুগ্ম মহাসচিব নুরুল কাদের চৌধুরী, দলের শীর্ষনেতা শাহ আলম হাওলাদার, জহিরুল ইসলাম, তাইফুন নাহার রোজী, আবদুর রহিম, রাশেদ বিল্লাহ ও কাজী শামসুল ইসলাম রঞ্জন।
আজকের বাজার: এসএস/ এলকে/ ৩১ ডিসেম্বর ২০১৭