চলতি বছরের প্রথম ৩ মাসে নিবন্ধিত শিল্পে বিনিয়োগ কমেছে। গত বছরের শেষ ৩ মাসের তুলনায় বিনিয়োগ কমার হার হচ্ছে ৪৫ দশমিক ৮৮ শতাংশ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে।
এ বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি-মার্চ) ৫১০টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। নিবন্ধিত শিল্পে মোট বিনিয়োগের পরিমাণ ৩৭ হাজার ২১৭ কোটি ৪৩ লাখ ৪৫ হাজার টাকা। ২০১৬ সালের শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর) প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৬৮ হাজার ৭৬৭ কোটি ৬১ লাখ ২৮ হাজার টাকা। আলোচ্য সময়ে প্রস্তাবিত মোট বিনিয়োগ কমেছে ৩১ হাজার ৫৫০ কোটি ১৭ লাখ ৮৩ হাজার টাকা। এসময়ে নিবন্ধিত শিল্প ইউনিটের পরিমাণ ছিল ৪৮৭টি।
তবে নিবন্ধিত শিল্পে স্থানীয় বিনিয়োগ বেড়েছে। চলতি বছরের প্রথম ৩ মাসে ৪৬৯টি শিল্প ইউনিটে স্থানীয় বিনিয়োগের পরিমাণ হয়েছে ২৯ হাজার ৬৮০ কোটি ১৬ লাখ ৬২ হাজার টাকা।যা গত বছরের অক্টোবর-ডিসেম্বর মাসে স্থানীয় নিবন্ধিত বিনিয়োগের পরিমাণ ছিল ২৩ হাজার ৪৪ কোটি ১৩ লাখ ৮১ হাজার টাকা। সেই হিসেবে স্থানীয় প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ বেড়েছে ৬ হাজার ৬৩৬ কোটি ২ লাখ ৮১ হাজার টাকা বা ২৮ দশমিক ৮০ শতাংশ। একই সময়ে ২০টি শতভাগ বিদেশি মালিকানাধীন ও ২১টি যৌথ মালিকানাধীন; মোট ৪১টি প্রতিষ্ঠানের শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৫৩৭ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা।
দেখা গেছে, কেমিক্যাল শিল্পখাতে ১৭ দশমিক ৫৮ শতাংশ, টেক্সটাইল খাতে ১০ দশমিক ৫১ শতাংশ, খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ১২ দশমিক ৫২ শতাংশ, ইঞ্জিনিয়ারিং খাতে ৪ দশমিক ৭৬ এবং অন্যান্য শিল্পখাতে ২৩ দশমিক ৪৮ শতাংশ বিনিয়োগ প্রস্তাব পাওয়া গিয়েছে।
আলোচ্য ৩ মাসে বিডার নিবন্ধিত মোট ৫১০ টি শিল্পে মোট ৭৩৭৯৭ জনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে/২রা মে,২০১৭