৩ জুন শনিবার নিমতলী ট্র্যাজেডির সাত বছর। ২০১০ সালের এই দিনে পুরান ঢাকার নিমতলী এলাকার একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আগুনে পুড়ে মারা যান ১২৪ জন।
এ ঘটনায় দগ্ধ হয়েছিলেন আরও দুই শতাধিক। মূলত ওই বাড়ির নিচতলায় অবৈধভাবে গড়ে ওঠা কেমিক্যাল গোডাউন থেকেই আগুনের সূত্রপাত।
দুঃসহ সেই কষ্টের স্মৃতি বয়ে বেড়াচ্ছে স্বজনহারা পরিবারগুলো। নিহতদের জন্য এখনও ঢুকরে কাঁদে নিমতলীর বাসিন্দারা। নিহতদের জন্য শনিবার দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
এছাড়া নিমতলীসহ পুরান ঢাকা থেকে রাসায়নিক দ্রব্যের গুদাম সরানোর দাবিতে সকালে নিমতলীর ছাতা মসজিদের সামনে মানববন্ধন করবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
আজকের বাজার: আরআর/ ০৩ জুন ২০১৭